প্রবাস মেলা ডেস্ক: ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৪ অেক্টোবর বৃস্পতিবার সকালে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় গনসংযোগ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন তৃনমূল আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম হোসেন।
” আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ” স্লোগান নিয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সাবেক প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে পৌছে শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে জনমত সৃষ্টির আহবান জানান। কর্মীসভার আগে তিনি মোবাইলে ৫ হাজার ক্ষুদে বার্তার মাধ্যমে আওয়ামীলীগের নেতাকর্মী তার প্রচারনায় অংশ নেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম আলী, কৃষকলীগ সভাপতি বাহার আলী, পানিসারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হক ঢালী, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহেব আলী, নাভারন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শুকুর আলী, শংকরপুর ইউনিয়ন যুবলীগের আহবায় কবিরুজ্জামান মিঠু প্রমূখ।