লুৎফুর রহমান, দুবাই, ইউএই: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন আর দেশের এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ি করতে অনুরোধ করেছেন প্রবাসী আওয়ামী নেতা কর্মীরা
মৌলভীবাজার ৩ আসনের নৌকা মার্কার প্রার্থী নেসার আহমদের সমর্থনে আয়োজিত সভায় বক্তারা এসব বলেছেন। বৃহস্পতিবার ফুজাইরার একটি পাচ তারকা হোটেলে এ আয়োজন করে ফুজাইরাহ আওয়ামী পরিবার।
ফরহাদ আহমদ ফাহাদের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর। প্রধান বক্তা ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকমান হোসেন আনু, সেলিম বেপারি, প্রকৌশলী নজরুল ইসলাম, সোহানুর রহমান লিটন, জিল্লুর রহমান, সালেহ আহমদ, রুবেল আহমদ শিবলু, কামরুল হোসেন জুয়েল সহ অনেকে।
এ সময় টেলিকনফারেন্সে মৌলভীবাজার ৩ আসনের নৌকা মার্কার প্রার্থী নেসার আহমদ এবং জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ প্রবাসীদের কাছে নৌকা মার্কার পক্ষে কাজ করতে অনুরোধ করেছেন।