নাজমুল সুমন, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলায় মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবি। শেখ বোরহান উদ্দীন (র:) ইসলামী সোসাইটি কর্তৃক জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২২ মার্চ ২০১৯ শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শেখ বোরহান উদ্দীন (রঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এম. মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজা-হবিগঞ্জ সংরক্ষিত আসনের মাননীয়া সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান জননেতা মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলানা মুফাজ্জল হুসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুনু, বাংলাদের সুপ্রিম কোট এর ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, টিভি বাংলার চেয়ারম্যান আলাউদ্দিন হক।
শেখ বুরহান উদ্দীন (রঃ) ইসলামী সোসাইটির প্রোগ্রাম চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: ফজলুল চৌধুরী, প্রোগ্রাম কো-চেয়ারম্যান মো: দুলাল হোসেন জুৃমান।সচিব. এম জুনেদ আহমদ। এছাড়া ও পরীক্ষা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। প
উল্লেখ্য, যে গত ২০ ডিসেম্বর ২০১৮ ইং মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ১০৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও শিক্ষা উপকর বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি সৈয়দা জহুরা আলাউদ্দীন এমপি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন সহ সকল বক্তারা শেখ বোরহান উদ্দীন (র:) ইসলামী সোসাইটির বিগত দিনের কাজের ভূয়সী প্রশংসা করে মৌলভীবাজারে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন ও জেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পরিশেষে সভার সভাপতি সংগঠন এর চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।