প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের মেধাবী ছাত্র মো: সাদমান রহমান নেভীল কানাডার টরেন্টোস্থ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়শন ডিগ্রি লাভ করেছেন। সম্প্রতি ইয়র্ক ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত কনভোকেশনে তাকে এ ডিগ্রির সার্টিফিকেট প্রদান করা হয়।
মো: সাদমান রহমান নেভীল এর জন্ম বাংলাদেশের ঢাকা জেলায়। তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায়। ঢাকার নামকরা মাস্টারমাইন্ড স্কুল এন্ড কলেজ থেকে তিনি ‘ও’ লেবেল শেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ তে ভর্তি হয়েছিলেন। পরে উচ্চ শিক্ষার আকাঙ্খায় তিনি কানাডা গমণ করেন। তারা এক ভাই এক বোন। তিনি বাংলাদেশের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব মো: শাহীনুর রহমানের জ্যেষ্ঠ সন্তান। মো: শাহীনুর রহমান বর্তমানে নিউ এশিয়া গ্রুপের কর্পোরেট এ্যাফেয়ার্স এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো: সাদমান রহমান নেভীল ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর দেশে ফিরে এসে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছাপোষণ করেন।