প্রবাস মেলা ডেস্ক: কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া সদরের কলেজপাড়া এলাকায় কলেজপাড়া জামে মসজিদ ও মোশাররফ হোসেন খান চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে ২০২১, শুক্রবার সকালে উপজেলা সদরের কলেজপাড়া উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। কলেজপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী’র সভাপতিত্বে ও কলেজপাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান ও ব্যাংকার মো: সবুজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, সমাজসেবক ব্যরিষ্টার সোহরাব খান চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো: আবু তাহের, অধ্যক্ষ মো: আলতাফ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।
এসময় সাবেক চেয়ারম্যান আলী আকবর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুল হক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম, ইউপি সদস্য আবদুল জলিল, মাওলানা হারুনুর রশিদসহ কলেজপাড়ার সকল বাসিন্দা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।