মহিউল করিম আশিক, দুবাই, ইউএই : ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ২:৩০মিনিটের সময় আরব আমিরাতের রাজধানী আবুধাবী ইলেট্রা স্ট্রিট গাড়ির পার্কিংয়ে কর্মরত অবস্থায় সোহেলকে তার মোটরসাইকেলের পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে ছিটকে পরে যায়। এম্বুলেন্স এসে আবুধাবীর শেখ খলিফা হসপিটালে নিলে ৩০ মিনিট পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুধাবিতে ফার্স্ট ফ্লাইট কুরিয়ার কোম্পানিতে কাজ করতে সোহেল। বরিশাল জেলার মেহেদিগন্জ উপজেলার চরহোগলা গ্রামের ছেলে সে। ২০০৬ সালে আমিরতে আসেন, পরিবারের একমাত্র ছেলে সোহেল। তার পরিবারে স্ত্রী, তিন বছর দশ মাসের এক কন্যা সন্তান, প্যারালাইজড বাবা আর দুই বোনের একজন প্রতিবন্ধী। পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার লাশ আবুধাবী শেখ খলিফা হাসপাতালে রয়েছে বলে জানা যায়।