প্রবাস মেলা ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল (৩০ জানুয়ারি) স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে। তবে দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে সব মিলিয়ে প্রায় ৫০ জনের মতো আরোহী ছিলেন। চলন্ত অবস্থায় উভয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে পরিবহন পরে পরিবহনগুলোতে আগুন ধরে যায়।
উল্লেখ্য, সম্প্রতি মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা এবং এর কারণে প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।