হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
মূলধারার ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাবের বোর্ড অব ট্রাস্টি দেলোয়ার মানিকের বোন শাহানাজ বেগম হেলেন (৬৩) সম্প্রতি ঢাকায় হঠাৎ ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে মরহুমা ৪ কন্যা,৩ ভাই ও ২ বোনসহ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহানাজ বেগম হেলেনের আকস্মিক মৃত্যুতে মুলধারার নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক (১৯) এর নির্বাচিত কাউন্সিলম্যান পল ভেলন, সিটি কাউন্সিল এর প্রাক্তন স্পিকার পিটার ভেলন সিনিয়র, ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাবসহ প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আমেরিকা বাংলাদেশ এল্যাইন্সের এর সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এম এ সালাম, প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, রিয়ালেটর নাসির উদ্দীন, এ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর কবির, কায়কোবাদ খান, জালাল উদ্দীন জলিল, বিএম জাকির হোসেন হিরু ভূঁইয়া প্রমূখ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।