হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সিগঞ্জ জেলায় পুলিশ সুপার পদে সোমবার মুহাম্মাদ আনোয়ারুল হক যোগদান করেন। গণমাধ্যমকে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই। এর আগে মুহাম্মাদ আনোয়ারুল হক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এর দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেটে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী জেলার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এএসপি হিসাবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় সার্কেল এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা ময়মনসিংহ।এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। চৌকস পুলিশ সুপার মুহাম্মাদ আনোয়ারুল হকের প্রতি মুন্সীগঞ্জ জেলার আস্থা আর বিশ্বাস রয়েছে। তার দিকেই তাকিয়ে আছেন জেলাবাসী।