প্রবাস মেলা ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের পক্ষ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক জোবায়দা নাজনীন চৌধুরী মুন্সিগঞ্জ ৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর আগে দলটির চেয়ারম্যান জনাব ক্কারী মো: আবু তাহের নিজ দলের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
এ সময় পার্টির মহাসচিব মো: শাহ্ নেওয়াজ খান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক জোবায়দা নাজনীন, দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক জোবায়দা নাজনীন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে মুন্সিগঞ্জ ৩ আসনে জনগণের ভালোবাসা নিয়ে ২৩ দলীয় জোটের পক্ষ থেকে বিপুল ভোটে জয়লাভ করে জনগণের সেবা করতে চাই।