প্রবাস মেলা ডেস্ক: গত বছরের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার-পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। কিংবদন্তির স্মৃতি ধরে রাখতে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে স্থাপিত হচ্ছে একটি ম্যুরাল। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সোনারং তরুছায়া তাঁর সম্মানে একটি প্রাঙ্গণের নামকরণ করেছে। সেই প্রাঙ্গণেই তৈরি হয়েছে ম্যুরালটি।
জানা গেছে, আগামী ১৯ অক্টোবর ম্যুরালটি উন্মোচন করবেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী। এ প্রসঙ্গে গীতিকারের মেয়ে দিঠি আনোয়ার জানান, ‘১৯ অক্টোবর আম্মুর জন্মদিন। আব্বু সব সময় বলতেন, গাজী মাজহারুল আনোয়ার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান আম্মুর। আব্বুকে নিয়ে এমন একটি স্থাপনা হচ্ছে, আমরা ভাবলাম আম্মুকেও এভাবে সম্মানিত করা হোক। সংগঠনটির পক্ষ থেকে আমাদের সঙ্গে ম্যুরাল নিয়ে যোগাযোগ করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান উদ্যোগী হয়ে এই স্থাপনা গড়ে তুলেছেন।’
গত ৪ সেপ্টেম্বর ছিল গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। সেদিন সোনারং তরুছায়ার উদ্যোগে ‘গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ’ উদ্বোধন করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান বলেন, ‘সেদিন থেকেই প্রাঙ্গণটিতে গাজী মাজহারুল আনোয়ারের একটি ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়। চিত্রশিল্পী হাফিজউদ্দিন বাবু কাজটি আন্তরিকতার সঙ্গে দ্রুতগতিতে করে যাচ্ছেন। আশা করছি, এই কিংবদন্তির সম্মানে নেওয়া উদ্যোগটি সফলভাবে করতে সক্ষম হব।’
প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে ২০ হাজার গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। একাধারে তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য রচয়িতা, গীতিকার ও সুরকার। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি এবং চলচ্চিত্রে তাঁর অসখ্য জনপ্রিয় গান রয়েছে।