হাকিকুল ইসলাম খোকন: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাও: আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।

বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার জাকির আহমেদ, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির পরিচালনায় আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ুন কবির, নারায়ন চন্দ্র,আলহাজ্ব নওশের আলী, খন্দকার ফরিদ আহমেদ, হুমায়ূন কবির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।