রনি মোহাম্মদ, লিসবন ,পর্তুগাল প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য লিসবন বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ বৃহত্তর বরিশালের কৃতি সন্তান জাহিদ হাসান সোহাগ নিজ উদ্দ্যেগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের তিন মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর স্লোগান “মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” সামনে রেখে বাংলাদেশের নিজ এলাকার ভোলা জেলার বিভিন্ন জায়গায় বনজ, ফলজ ও ঔষধি প্রায় ১২০০ বিভিন্ন জাতের বৃক্ষরোপনের উদ্যেগ গ্রহন করেন।
বৃক্ষরোপনের এমন আয়োজনের অনুভূতি প্রকাশে সোহাগ জানান, প্রতিবছর জন্মদিনে ভিন্ন কিছু করে থাকি, তবে এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আমাকে আরো বেশি অনুপ্রানিত করেছে। তাই এবারকে আলাদাভাবে স্মরণীয় করতে আমার এলাকার এমন আয়োজনের ব্যবস্থা করি। উল্লেখ্য, জাহিদ হাসান সোহাগ ২০১৬ ইউরোপে পাড়ি দেন।
পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় দেশের বাহিরে থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান আদর্শ বুকে ধারণ ও লালন করে তার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য প্রবাসেও কাজ করে যাচ্ছেন।পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে ও বিশ্ব-উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে বৃক্ষরোপন অত্যাবশ্যক, তাই তরুন সমাজকে এ ব্যাপারে কাজ করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আশার আহবান জানান।