প্রবাস মেলা ডেস্ক: কিছুদিন আগে সন্তানদের নিয়ে আমেরিকায় গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। কয়েকদিন আগে সেখান থেকে ফিরেও এসেছেন। দেশে এসেই নাটকে অভিনয়সহ প্রাসঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
এরই মধ্যে মুজিববর্ষের একটি নাটকে অভিনয় করার কথা জানিয়েছেন। এটি বাংলাদেশ বেতারের নাটক। নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’। মাসুম আজিজের রচনায় এটি প্রযোজনা করবেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর বলেন, ‘মাঝে মধ্যেই বাংলাদেশ বেতারের নাটক ও অন্যান্য অনুষ্ঠানে কাজ করি, ভালোই লাগে। এবারের নাটকের গল্পও ভালো। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে এটি।’
আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়েই নাটকের গল্প তৈরি করা হয়েছে। এ নাটকে তৌকীর আহমেদ একজন ফটোসাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। ১১ নভেম্বর নাটকের রেকর্ডিং হবে বাংলাদেশ বেতারের স্টুডিওতে। এদিকে আমেরিকা থেকে ফিরে ৫ নভেম্বর থেকে তার পরিচালনায় নির্মিত ‘রূপালী জোছনায়’ নামে ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তৌকীর। রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ী রিসোর্টে এ নাটকের শুটিং চলছে। এটি প্রচার হচ্ছে চ্যানেল আইতে।