হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে জনতার প্রত্যাশার উদ্যোগে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
জনতার প্রত্যাশার সভাপতি আওয়ামীলীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেন, মুজিববর্ষে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে এনে বিচার কার্যকর করবো ইনশাল্লাহ। আমরা আমাদের সরকারের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁস কার্যকরের কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই সফল হবো। তিনি আমেরিকা-কানাডায় আশ্রয়রত পলাতক বঙ্গবন্ধুর দুই খুনিকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশ-বিদেশে অবস্থানরত আমাদের দেশের সবাইকে গণ স্বাক্ষর সংগ্রহ করার আহ্বান জানান।
করোনা ভাইরাস নির্মূলে ভ্যাকসিন আনার জন্য আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলোচনা সভায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জনতার প্রত্যাশার সদস্য সচিব লায়ন মশিউর আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা হবিবুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আকরাম হোসাইন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সহ-সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহসভাপতি শেখ মো: জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা মীর মোহাম্মদ আবু হানিফ, কুয়েত আওয়ামীলীগ সভাপতি সাদেক হোসেন, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েন, সোনালী ব্যাংক সিবিএ নেতা লুৎফুর রহমান, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন, যুব মহিলালীগের কেন্দ্রীয় নেত্রী ফারহানা আফরোজ লুনা, রোকন উদ্দিন পাঠান, খন্দকার ফরিদ উদ্দিন, এডভোকেট আবুল কালাম আজাদ প্রমূখ।