প্রবাস মেলা ডেস্ক: সাবেক স্বামী পারভেজ সানজারিকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী মিলা। ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার তিনটার দিকে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মিলা। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন বিচারক দিলারা আলো চন্দনা।
এ সময় মিলার আইনজীবী শাহীনুর ইসলাম তার সঙ্গে ছিলেন। প্রায় দুই বছর আগে মিলার বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। সেই মামলায় মিলাকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন আদালত।
২০১৭ সালের ১২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিলা ও সানজারি। একই বছরের ৫ অক্টোবর সানজারির বিরুদ্ধে যৌতুকের মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা করেন মিলা। পরে ২০১৮ সালের ৩১ জানুয়ারি তাদের তালাক সম্পন্ন হয়। ২০১৯ সালের ২ জুন সাবেক স্বামীর ওপর এসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম।
২০০২ সালের ৩১ জুলাই আবির আহম্মেদ নামের এক যুবককে প্রথম বিয়ে করেছিলেন সংগীতশিল্পী মিলা। তাদের বিচ্ছেদ হয়ে গেলে সানজারিকে বিয়ে করেন তিনি। বিভিন্ন কারণে ভেঙে যায় মিলার দ্বিতীয় সংসারও।