সৈয়দ খিজির হায়াত, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
দেখনি চোখে যারা বাংলার মুখ
অবারিত শষ্য ক্ষেত
সবুজ পাহাড়
এসো ফেলে খাঁচার জীবন ভেংগে
পাষান প্রাচীর
শিমুলের ঠোঁটে খাবে
আলতা রাঙ্গা চুমো কৃষ্ণচূড়ার।
দেখে যাও বয়ে যাওয়া তের শত নদী
ফুলের সুবাসে ভরা বাতাসের বুক
যেখানে নেবে এস অমল নি:শ্বাস
হাজারও সূর সেধে গান করে বনের কোকিল।
যেখানে কাঁদার কালিতে লিখা কবির কবিতা
রাখাল ছেলেরা মাঠে বাঁজায় বাঁশি
নীলিম আকাশটাকে ঢেকে রাখে
ডানা মেলে সফেদ মডাল
গাঙচিল উড়ে উড়ে লিখে ইতিহাস।
জীবন মানচিত্র আঁকা ষোড়শীর চোখ
শত্রু এলে গর্জে উঠে লাখো হাতিয়ার
প্রেম ভালবাসাময় সহজ সরল যার গ্রামীণ সমাজ
কাঁজল দিঘীর জলে
উল্লাসে কাটে রোজ হাঁসেরা সাঁতার।
কমলার খোসা ছাড়ানো সূর্য্য চুমো খায় রোজ
সবুজ শাড়ীতে ঢাকা দীঘল শরীর
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ব্যপ্ত বাংলাদেশ
মুখ তার
বুক তার
পিতা তার জানি শেখ মজিব।