প্রবাস মেলা ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার, যা বর্তমান সরকার করছে না। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সংবিধান পুনঃলিখন অথবা সংশোধনে বিএনপির কোনো বাধা নেই। এদিকে, ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
মানবাধিকার, গণতান্ত্রিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে সংবিধান সংস্কারে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন নেতারা।
এসময় নেতারা বলেন, রাজনৈতিক দলের কথাগুলো ছাত্ররা ধারণ করেছে। তাই শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সরকারের কাছে সংসবিধানসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারের আহ্বান জানিয়েছেন তারা। তবে, শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কেন তৈরি হয়েছে সে দিকে নজর দেয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের নেতাদের।
মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরস্পরবিরোধী নয় বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যে সমাজ পরিবর্তনের সাথে তাল মেলাতে পারবে না, সে সমাজ পিছিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার যা বর্তমান সরকার করছে না।
অন্তর্বর্তী সরকারকেই কেন সব কাজ করতে হবে এমন প্রশ্ন তুলে মান্না বলেন, রাষ্ট্র সংস্কার কোনো দিন শেষ হয় না। নির্বাচিত সরকারকে বাকি কাজের দায়িত্ব দেয়ার তাগিদ নাগরিক ঐক্যের সভাপতির।