শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলাদেশের মুক্তিযুদ্ধ হল সারা বিশ্বের ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। পাকিস্তানের খান সেনাদের বাঙালী জাতির প্রতি নির্মম গণহত্যার কাহিনী মানব ইতিহাসকে কলঙ্কিত করেছে।
পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য আপামর বাঙালীরা ঐক্যবদ্ধ হয়ে শুরু করলেন এক মরণপণ সংগ্রাম। এই স্বাধীনতা যুদ্ধের নাম হল মুক্তিযুদ্ধ।
এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বানানো হয়েছে অনেক বাংলা সিনেমা। তার মধ্যে ওরা ১১ জন, গেরিলা, নদীর নাম মধুমতী, রাশেদ আমার বন্ধু, শ্যামল ছায়া, জয়যাত্রা, লাল সবুজের সুর, আগুনের পরশমণি প্রভৃতি উল্লেখযোগ্য।
এই সিনেমাগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। এই সিনেমাগুলো দেখলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জানতে পারা যায়। সেদিক থেকে বলতে গেলে মুক্তিযুদ্ধের এই সিনেমা গুলো হল মুক্তিযুদ্ধের মহান ইতিহাসের এক অমূল্য সম্পদ।
মুক্তিযুদ্ধের এই সিনেমাগুলো দেখলে আজও বাঙালী জাতির মনে জেগে ওঠে দেশপ্রেম। আজও অনুপ্রেরণা জোগায় আপামর বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের এই সিনেমাগুলো আজও, আজও।