সিরাজুল আলম খান ছিলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম রূপকার
প্রেস বিজ্ঞপ্তি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের পুরোধা সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক সূর্যসন্তানকে হারিয়েছে।
বিবৃতিতে তিনি সিরাজুল আলম খানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম রুপকার হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন গত শতাব্দীর ষাট দশকের শুরু থেকে যারা স্বাধীনতার জমিন তৈরী করেছেন সিরাজুল আলম খান তার অন্যতম।
তিনি বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী সিরাজুল আলম খান আজীবন দেশ ও মুক্তির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রথাগত রাজনীতিকদের থেকে আলাদা সিরাজুল আলম খান ছিলেন প্রচারবিমুখ ও অনেকটা নিভৃতচারী। মানুষের জন্য তাঁর ছিল গভীর ভালবাসা। দেশ ও মানুষের প্রতি অকৃত্তিম অঙ্গীকারাবদ্ধ সিরাজুল আলম খানকে দেশের পরম শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
বিবৃতিতে তিনি সিরাজুল আলম খান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।