সৈয়দ এম. হোসেন বাবু, লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী লেবার ডে উইকেন্ডে মুক্তিযুদ্ধের পক্ষের ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনে যে অশুভ শক্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাঞ্চাল করতে চেয়েছিল সেই অশুভ শক্তির কর্পোরেট ফোবানার ৩৬তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শীকাগোতে। ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, ফেডারেল সাজাভুক্ত ক্রিমিনাল মাসুদ রব চৌধুরীর নেতৃত্বে এবং বিএনপি-জামাতের একটি চিহ্নিত গোষ্ঠীর সহযোগীতায় ৩৫তম ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন বাঞ্চাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালায় এই রেজা-মাসুদ গং। দিনের পর দিন হুমকি ধামকী স্পন্সর বাতিল সহ ফোবানা কেড়ে নেয়ারও হুমকি দেয়া হয় ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটিকে। কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সম্মেলন বাঞ্চাল করতে ব্যর্থ হয়।
বর্তমান বঙ্গবন্ধু বিরোধী স্বাধীনতা বিরোধী এই রেজা-মাসুদ গং শীকাগোতে ফোবানা সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে কর্পোরেট ষ্টাইলে ইতিমধ্যেই স্বাধীনতাবিরোধী বঙ্গবন্ধু বিরোধীদের শীর্ষনেতা জসীম উদ্দীনকে চেয়ারম্যান করার নীল নকশা ইতিমধ্যেই চুড়ান্ত করেছে। আর পদ পদবীর লোভে এই ষড়যন্ত্রকারীদের সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ধবজাধারী কতিপয় চিহ্নিত ব্যক্তিবর্গ। চোরের মায়ের বড় গলা’র মতই এই চিহ্নিত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের স্বার্থে বিক্রি করে দিয়ে দিনরাত এই ষড়যন্ত্রকারীদের পদলেহন করে চলেছে। সাজাভুক্ত ক্রিমিনালদের পৃষ্ঠপোষকতা দিনরাত ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মুলত: চিহ্নিত জসীম উদ্দীনের তত্বাবধানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ হাসিনা বিরোধী এবং সর্বোপরী বঙ্গবন্ধু বিরোধী সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অন্যদিকে লস এঞ্জেলেস অনুষ্ঠিত ৩৬তম ফোবানা সম্মেলনই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আসল ফোবানা। এই সম্মেলনই মুলত: জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মূলমন্ত্রে দিক্ষীত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উত্তর আমেরিকা সহ সারা বিশ্বে প্রতিনিধিত্ব করছে। মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব চেয়ারম্যান আতিকুর রহমান, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ সংগঠক সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, জাকারিয়া চৌধুরী ও ড. রফিক খানের নেতৃত্ব গঠিত ফোবানা সেন্ট্রাল কমিটি এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমুহের সমন্বয়ে গঠিত লস এঞ্জেলেসের ৩৬তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি সাজানো হয়েছে যার কনভেনার আবুল ইব্রাহীম এবং সদস্য সচিব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্রের সভাপতি সাঈদ এম বাবু।
আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর শুক্র শনি ও রোববার লস এঞ্জেলেসের হোটেল ম্যারিয়ট বারব্যাংক, ২৫০০ নর্থ হলিউড ওয়ে, বারব্যাংক, ক্যালিফোর্নীয়া ৯১৫০৫ এ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২। আমরা করব জয়’ স্লোগানে এই ফোবানা সম্মেলনে মুখরিত হয়ে উঠবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশী এসোসিয়েশন অফ গ্রেটার লস এঞ্জেলেস।