মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: মীরসরাই সমিতি প্রবাসে ও দেশে মেহনতি, গরীব দুঃখী মানুষের সংগঠন। মীরসরাই সমিতির ইফতার ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শারজাহ হুদায়বিয়া রেষ্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ক্বারী রোমান।
মীরসরাই সমিতির সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন হেলাল সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নাজিম উদ্দিন।
সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব মাজহারউল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন দুবাই বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাঈল গনি চৌধুরী।
বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, এমদাদুল হক, আবু জাফর, জাফর আহাম্মেদ, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান ও দীপক বাবু।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: এমরান হোসাইন।