শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ৭ মে মঙ্গলবার কুয়েত এর হাসাবিয়ার আমান হোটেলে মিরসরাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, মিরেরসরাই জনকল্যাণ সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, চট্রগ্রাম সমিতি কুয়েতএর যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন ।
বক্তারা মিরসরাইবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসের মাটিতে অসহায় মানুষের কল্যানে কাজ করতে আহবান করেন। এরপর রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আবদুল কাদের। সবশেষে দোয়া ও মোনাজাত এবং ইফতার শেষে সভার কাজ শেষ হয়।