মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ সৌদি আরব প্রতিনিধি:
‘আমরা মিডিয়াকর্মী, আমরা সাংবাদিক, দিনরাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক’ এমনই কথা নিয়ে বাংলাদেশের লিজেন্ড সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্যা শিল্পী বাঁধন ও চ্যানেল আই সেরা কন্ঠ জাহিদ রিপনের কন্ঠে অভিনেতা জাহাঙ্গীর আলমের কথায় মিরপুরে জাহিদ রিপনের স্টুডিওতে রেকর্ড করা হয়েছে মিডিয়াকর্মী ও সাংবাদিকদের নিয়ে এ গান। ১৭ জুলাই, ২০২০ শুক্রবার গানটির রেকর্ডিং ও ভিডিও ধারণ করা হয়। আসছে ঈদে অন্তরালয় এর ব্যানারে গানটি মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের মিডিয়াকর্মী ও সাংবাদিকদের সুখ-দুঃখ ও কর্ম ব্যস্ততাকে সামনে নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। গীতিকার, প্রযোজক ও অভিনেতা জাহাঙ্গীর আলমের চমৎকার কথায় ও ছন্দ বিন্যাসের সমন্বয়ে জাহিদ রিপন এর সুর ও সঙ্গীতায়োজনে মিডিয়া কর্মী ও সাংবাদিকদের জীবন চিত্রের কথা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
গীতিকার জাহাঙ্গীর আলম বলেন, মিডিয়া জগতে সারা বছর জুড়ে যারা দেশ বিদেশের নানা তথ্য মানুষের কাছে তুলে ধরেন তাদেরকে কেউ স্মরণ করে না। তাদেরকে সম্মান জানিয়েই এই গানটি করা।
শিল্পী বাঁধন বলেন- এই ধরনের ব্যতিক্রমধর্মী গান আমার আগে গাওয়া হয়নি। চমৎকার কথা, সুর এবং সংগীতায়োজনের মাধ্যমে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গানটি গাইতে পেরে আমার খুব ভালো লাগছে। এই গানটি সাংবাদিকদের থিম সং হতে পারে।