মো: জাহাঙ্গীর আলম হৃদয়:
মাগো আমায় এতিম করে তুমি চলে গেলে
যাওয়ার আগে একবার যদি বলতে
যাবে আমায় ছেড়ে
প্রবাস থেকে আসতাম ছুটে তোমার আঁচল তলে।
আজ দুই চোখে ঘুম নেই মা
যে দিকে তাকাই দেখি শুধু তোমার প্রিয় মুখ,
বুক ফাটা কান্না আসে
পাইনা মনে সুখ।
বাবাও নেই, তুমিও নেই,কেমন করে রই
তোমাদের হারানো ব্যাথা কেমনে আমি সই।
লেখক পরিচিতি: সাংবাদিক, নাট্যকার, কবি ও লেখক।