প্রবাস মেলা ডেস্ক: দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া মা হয়েছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী ফারুক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে পিয়ার সন্তান ভূমিষ্ট হয়। বর্তমানে মা ও পুত্র ভালো আছেন।
তার স্বামী ফারুক গণমাধ্যমে জানান, পিয়ার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি ২০২১। কিন্তু এর আগেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন পিয়া। আপাতত কোথাও সন্তানের ছবি প্রকাশ করছেন না তারা। পিয়া তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ঢাকাই শোবিজ তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া। গর্ভাবস্থায়ও আলোচনায় ছিলেন তিনি। গর্ভকালীন সময়েও নিজেকে স্বাভাবিক কাজকর্ম থেকে গুটিয়ে নেননি তিনি।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া।