শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বলিউডের বিখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের নাম সবাই জানে। তাঁর সুরেলা কন্ঠের গান সবাইকে করে মুগ্ধ। এই শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন, সম্প্রতি তিনি টুইটারে এই সুসংবাদ জানিয়েছেন। শ্রেয়া ঘোষালের জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।
ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল সংগীতশিল্পী হওয়ার। সেই লক্ষ্যে তিনি নিজেকে তৈরি করতে থাকেন। মাত্র ৪ বছর বয়স থেকেই তাঁর সংগীতের তালিম নেওয়া শুরু হয়। ১৬ বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাতে তিনি বিজয়ী হন। এরপর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
বছর পাঁচেক আগে ছেলেবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন। শিলাদিত্য পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন এই সংবাদে চারিদিকে বইছে খুশির হাওয়া।