মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব
দুনিয়া সৃষ্টি থেকে আজব্দি একটি কথা চির মূল্যবান মা, আর তার সাথে মায়ের ভাই আমাদের সম্পর্কে হয় মামা, আর মামা শব্দ লিখতে মা+মা = মামা যোগ হয়েছে। তাইলে বুঝে নিতে হবে মা শব্দের যেমন ব্যাপকতা, তেমনি মামা শব্দের ব্যাপকতা হবার কথা থাকলেও তা খুঁজে পাওয়া যাবে না।
মা শুধুই মা। সন্তানের সুখে, দুঃখে সবাই ছেড়ে গেলেও মা যায়না, যায়নি, যাবেনা কারণ নাড়ির ছেড়া ধন তার সন্তান, দশ মাস দশ দিন গর্ভে রেখেছেন। মাকে নিয়ে অনেক উপমা রয়েছে, মৃত্যু কালেও যে মা তার জীবন দিয়ে সন্তানকে রক্ষা করেছেন তার কিছু উদাহরণ পড়ে দেখুন।
যেমন মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। শত শত ক্ষুদে বাচ্চা। ক্ষুধার্থ বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের দরকার হয়। কিন্তু মা মাকড়সা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারেনা এই ভয়ে যে কেউ এসে বাচ্চার কোন ক্ষতি যদি করে। নিরুপায় মা মাকড়সা শেষমেশ নিজ দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায়। বাচ্চারা খুটে খুটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায় যার যার পথে। পেছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস। একেই বলে মা… .
জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা। উদ্ধারকর্মীরা একটি ভেঙ্গে পড়া বাড়ির ধ্বংসস্তুপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে। এ সময় বাড়িটির ভেতরে একটা ভেঙ্গে পড়া থামের নীচে এক মহিলার মৃতদেহ দেখতে পায় তারা। মহিলাটির পিঠের উপর সিমেন্টের থাম পড়েছে। মহিলাটি হাটু গেরে মাটিতে উবু হয়ে বসে আছেন। যেন থামের আঘাত থেকে কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন মহিলা। রেসকিউ টিম থাম কেটে মহিলার মৃতদেহ উপর করলে ভেতরে পাওয়া যায় এক বছর বয়সী এক বাচ্চা। ফুটফুটে বাচ্চা। মা সন্তান কে রক্ষার জন্য এভাবেই সন্তানকে ঢেকে উবু হয়ে রয়েছিলেন যাতে থাম ভেঙ্গে মায়ের পিঠে পড়ে। সন্তান যাতে তবুও বাঁচে।
মা.শুধুই মা। কমলাপুর রেলস্টেশনের শীতের রাতের একটি ঘটনা। খুব শীত পড়েছিল। বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে। এত দরিদ্র যে শীতে গায়ে দেয়ার কাঁথা মাত্র একটা। নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা। প্রতিদিনের মত ছেলে কাজ সেরে এসে মায়ের গায়ে কাথা টা টেনে দিয়ে নিজে শুয়ে পড়লেন। মাঝ রাতে মা উঠে দেখলেন শীতে ঠক ঠক করে সন্তান কাপতেছে। সন্তানের গায়ে কাঁথা দিয়ে, মা শুয়ে পড়লেন, প্রচন্ডরকম শীত। সকালে সন্তান ঘুম থেকে উঠে দেখলেন মা আর বেচে নেই। এরই নাম মা। মায়ের হাজারো কষ্ট হলেও সন্তানের কষ্ট কোন মা চায়না।
মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশন কি। খেই হারিয়ে ফেলি। পাতালের তলায় পৌছান যাবে, দূরের গ্যালাক্সি ভ্রমন করা যাবে কিন্তু মা নামক মানুষটার ভালোবাসার কোন কূল পাওয়া যাবেনা। মায়েদের ভালোবাসা পরিমাপ করার মত কোন ব্যারোমিটার এই পৃথিবীতে নেই। মায়ের বিকল্প আর কেউ হতে পারেনা, মা শুধুই মা, সে মাকে অবহেলিত অবস্থায় রেখে সুখি হওয়া যায়না। দুনিয়া ও আখেরাত পেতে চাইলে মায়ের সেবা করুন, বাবার সেবা করুন।
(লেখক পরিচিতি- প্রবাসী সাংবাদিক, লেখক, নাট্যকার, মানবাধিকার কর্মী)।