কাউসার আমিন (খাজা)
মালে, মালদ্বীপ
মা তোমাকে ডাকি আমি দাও না কেন সাড়া –?
তুমি ছাড়া এ ভুবনে আমি-(খাজা) সর্বহারা..!
কত কষ্ট দিয়েছি মা – সয়েছো হাসি মুখে,
শত কষ্টের মাঝেও তুমি লুকিয়ে রেখেছো বুকে..!
নিজে আগে না খেয়ে মা, আমাকে খাইতে দিয়েছো আগে,
সবার শেষে খেতে গিয়ে না পেয়েছো কোন ভাগে..!
তাতেও তোমার নেই তো দুঃখ, হাসি ভরা মুখ,
আমার জন্য ত্যাগ করেছো মাগো তোমার সুখ..!!
বড় হয়ে মাগো তোমার গেছি অবদান ভুলে,
অভিমানে তাই বুঝি মা গেছো তুমি দূরে চলে..!
এখন আমি তোমার জন্য কাঁদি দিবা-নিশি,
বুকটা খুলে দ্যাখ মা, তোমাকে কত ভালোবাসি…!!