প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘদিন পর ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন ছোট পর্দার অভিনেতা মাহফুজ আহমেদ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর সে উপলক্ষে ছবিটির প্রচারণায় ব্যস্ত কলাকুশলীরা। সম্প্রতি মাহফুজ আহমেদ সিনেমার একটি প্রেস মিটে বেশকিছু কথা বলেছেন। তার কথাগুলো মুগ্ধ করেছে পরীমণিকে। ২৫ জুন ২০২৩, রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ কথা জানিয়েছেন আলোচিত এ অভিনেত্রী।
পরীমণি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা গেছে, মাহফুজ প্রহেলিকার প্রচারণামূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন।
এ সময় মাহফুজ বলেন, ‘সুবর্ণা মুস্তাফা যখন পরিণত অভিনেত্রী তখন তাকে আমরা আর পাইনি। একজন বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি এক দিনে হননি। কিন্তু এরা যখন পরিণত হলেন তখন আমরা আর তাদের স্ক্রিনে পাইনি। এটা ভীষণ লজ্জার বিষয়। শাবনূরের মতো অভিনেত্রী খুঁজে পাওয়া দুষ্কর। আর তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই শাকিব, নিশো, নীরব, আমি আমাদের সবার ছবি একসঙ্গে দেখতে। আমরা সবার সিনেমার প্রতি শুভকামনা রাখব। ছবির জায়গায় ছবি প্রতিযোগিতা করবে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কাদা ছোড়াছুড়ি হবে কেন?’
আর এসব কথা শুনে পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘কী সুন্দর, সহজ করে বললেন! মুগ্ধ হয়ে শুনি শুধু।’