শাহাবুদ্দিন আহমেদ, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ২০২০-২১ সালের জন্য ঘোষিত এ কার্যকরী কমিটি’র সভাপতি আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও সাধারণ সম্পাদক সময় টিভি’র মোহাম্মদ আব্দুল কাদের।
৩১ অক্টোবর ২০২০, শনিবার সন্ধায় রাজধানী কুয়ালালামপুরে অনাড়ম্বরপূর্র্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি এনটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি বিডিনিউজ২৪.কম এর প্রতিনিধি রফিক আহমদ খান, যুগ্ন-সাধারণ সম্পাদক ওআইসিটুডে’র হেড অফ মিডিয়া এন্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক ফ্রিল্যান্স ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সিএনআই প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনটিভি মালয়েশিয়ার নিউজ রুম এডিটর (ইংরেজি) কবি আবু সুফিয়ান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিনাত তাবাস্সুম। এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসাবে আছেন বাপ্পি দাস, শামসুজ্জামান নাঈম ও শাখাওয়াত হোসেন জনি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন- প্রবাসীদের আনন্দ, বেদনা, হাসি-কান্না, দুঃখ-কষ্টের চিত্র তুলে ধরতে আমরা প্রতীজ্ঞাবদ্ধ। প্রবাসীদের যেকোন সমস্যায় কমিউনিটি প্রেস ক্লাব পাশে থাকতে চায় একই সঙ্গে প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় সচেষ্ট বলেও মন্তব্য করেন তারা।