রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে: মহান বিজয় দিবসের ৪৯তম বর্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার ৫০তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ সভায় সম্মাননা প্রদান করা হয় দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না’কে। প্রধান অতিথির বক্তব্যে ১৯৭১ সালের সেই দিনগুলির স্মৃতিচারণ করে প্রধান অতিথি শওকত হোসেন পান্না বলেন, ‘মা ও মাটি’র সম্মান রক্ষার্থে সেদিন আমরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক-ই কিন্তু এর জন্য জীবন দিতে হয়েছে ত্রিশ লাখ মানুষকে। ‘রক্তে ভেজা এ স্বাধীনতাকে নিয়ে তাই কোন মিথ্যাচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।
সভাপতির বক্তব্যে মোস্তফা ইমরান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অবদানে লাল সবুজের যে পতাকা আমরা পেয়েছি সে পতাকার সম্মান অক্ষুন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’ এ দায়িত্ব পালনে দেশ এবং প্রবাস থেকে সবাইকে সমবেতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিপিএম এর উপদেষ্টা সাংবাদিক গৌতম রায়, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি, এনটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিনাত তাবাস্সুম, বাপ্পি কুমার দাস ও মাহবুব। আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর হাওলাদার, ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লা, শেখ মাসুম, রমজান, নিজাম উদ্দিন, হিমেলসহ অনেকে।
অনুষ্ঠানের শেষাংশে স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচলনা করেন নিজাম উদ্দিন।