রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দোওয়ার দাবি জানিয়েছে মালয়েশিয়া আওয়ামীলীগ। মালয়েশিয়ায় চলছে বিদেশি অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া ‘রিক্যালিব্রেশন’। এতে বৈধ হওয়ার সুযোগ পাবেন লক্ষাধিক বাংলাদেশি।
মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বৈধ হতে আগ্রহীদের কমপক্ষে ১৮ মাসে মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে। কিন্তু বৈধ হতে আগ্রহী বাংলাদেশিদের অধিকাংশের পাসপোর্ট নেই। বাংলাদেশি অবৈধ কর্মীরা যাতে দ্রুত বৈধ হওয়ার সুযোগ নিতে পারেন সেজন্য যাঁরা পাসপোর্টের জন্য দূতাবাসে আবেদন করছেন তাঁদেরকে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চিঠি দিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগের প্রতিনিধি দল।
রবিবার দুপুরে সচিবালয়ে মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম রেজার নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে এই দাবি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল করিম ও মিনহাজ উদ্দিন মিরান।
আওয়ামীলীগ প্রতিনিধি দল চিঠিতে উল্লেখ্য করেন, ‘মালয়েশিয়ায় ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, পাকিস্তান ও ভারতের নাগরিকেরা তাদের দূতাবাস থেকে ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাই। অপরদিকে বাংলাদেশিদের পাসপোর্ট পেতে দুই-তিন মাস সময় লাগে। তাতে বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিয়ে বৈধ হতে সমস্যা হতে পারে অনেকের।’ তাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট সরবরাহ করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে।
মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম রেজা জানান, ‘আমাদের উপস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে টেলিফোন করে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সরবরাহ করার কাজ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষার জন্য মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দিবেন বলে জানান।’
এসময় আওয়ামীলীগ প্রতিনিধি দল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যান্য সমস্যার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।