রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালেয়শিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অরগানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের পেতালিং জায়া একালায় বিএসওএম এর সদস্যদের অংশগ্রহণে ও কেচারা সুপ কিচেনের সহযোগিতায় দুস্থ ও অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অত্যন্ত সুন্দর ও চমৎকার এই উদ্যোগকে স্বাগত জানান মালয়েশিয়ান নাগরিক কেচারা সুপ কিচেনের এক্সিকিউটিভ ডিরেক্টর কেটি চং। এ সময় তিনি বাংলাদেশ স্টুডেন্টস’ অরগানাইজেশন মালেয়শিয়া (বিএসওএম) কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি মালেয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। জানান ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীরা মানুষের সেবায় ব্রত হবে ও নিজেদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

বিএসওএম এর ১৬ জন সদস্যের একটি টিম শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে এই কাজে যুক্ত ছিলেন। সার্বিক পরিচালনা করেন বিএসওএম’র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘কেচারা সুপ কিচেনের পক্ষ থেকে আমরা সর্বমোট ৩০ টি দুস্থ ও অসহায় পরিবারের সর্বমোট ১২০ জন সদস্যদের তালিকা ও ঠিকানা সংগ্রহ করি। তারপর শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, ভোজ্যতেল, বিস্কুট, চিনি, পেয়াজ, রসুন আদা ইত্যাদি তাদের মধ্যে তালিকা অনুযায়ী বিতরণ করি। এসময় আমাদের পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন কলোনির দুস্থ বাসিন্দারা। অনেকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন আমাদের ও ছবি তুলতে আসেন। ‘
বিএসওএম এর সভাপতি ইব্রাহিম হক চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় বিএসওএম এর সমাজের জন্য এই উদ্যোগে দারুণ এক অভিজ্ঞতা।’ এই ধরণের কর্মসূচিতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চান তিনি।
উক্ত প্রোগ্রামে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন বিএসওএম এর সভাপতি ইব্রাহিম হক চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাজু বিশ্বাস, জিনাত এ. তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন মাহাবুব, মুনতাসির হোসেন, মো: শায়ীখ রিদওয়ান সৌভিক, মো: আশরাফ আলী, কোষাধ্যক্ষ আবিদুল হক, সাংগঠনিক সম্পাদক এনথনি ক্লিনটন গোমেজ সহ অন্যান্য সদস্যরা।