রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া; বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার নতুন কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৮ জুলাই ২০১৮ রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলের হলঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নতুন সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারী।
সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, হুমায়ূন করিব, শফিকুর রহমান চৌধুরী, আবদুল করিম, মনিরুজ্জামান মনির, আলমগীর হুসাইন, শওকত হোসেন তিনু, মাসুূদ রানা, রাহাদ উজ্জামান, সোহেল বিন রানা, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকীর আহমদ, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি শাহআলম হাওলাদার, তারেকুজ্জামান মিতুল, মালয়েশিয়া ছাত্রলীগের সহ সভাপতি তারেকুল আলম চৌধুরী, সহ সভাপতি লায়েক আহমেদ, যুগ্ন সম্পাদক এম রায়হান কবির, শেখ আরমান হোসেন, জহির রায়হান, রিয়াজ উদ্দিন ফাহাদী, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদ, আরাফাত হোসেন আলীম, মৌদুদ মোল্লা, আবুল কাশেম শাহীন, জুয়েল ব্যাপারী, সজিবুল ইসলাম, কাজী মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
সভায় বক্তব্যে মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা বলেন, “আজ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। একদিন আমরা উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবো। তাই আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
এই সভায় বহু দিন পর দ্বিধাবিভক্ত মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাদের একমঞ্চে দেখা যায়। মালয়েশিয়া ছাত্রলীগের এই আয়োজনে মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।