কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের পিতা মো. রহমত উল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের ফাস্ট বিজনেস ইন হোটেলে আয়োজন করা হয় এই দোয়া অনুষ্ঠানের।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মাদ শফিক চৌধুরী।
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, হাবিবুর রহমান হাবিব, হুমায়ূন কবির, শওকত হোসেন তিনু, শাখাওয়াত হোসেন, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার রাহাদুজ্জাম, এসকে মুকুল, খোকন কর্মকার, হারুন-অর-রশিদ মিয়াজি, ইপু শাখার সভাপতি হাবিবুল্লাহ, পুচং শাখার সভাপতি মনির হোসেন, বুকিত বিন্তাং শাখার সভাপতি লালটু মিয়া, পেতালিং শাখার সভাপতি ইমাম হোসেন, বান্তিং শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, কাম্পুং জায়া শাখার সভাপতি সোহাগ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তারেকুল আলম চৌধুরী, মউদুদ মোল্লাসহ আরও অনেকে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।