শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: দেশ, জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে আঞ্জুমানে আল ইসলাহ মালয়েশিয়া।
২৩ ডিসেম্বর রবিবার কুয়ালালামপুরের মেট্রোপল হোটেলে আঞ্জুমানে আল ইসলাহ মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয় ‘আল্লামা ফুলতলী সাহেব (র.) কিবলাহ এর ১ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলের।
আঞ্জুমানে আল ইসলাহ মালয়েশিয়ার সভাপতি মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বে আমজাদ হোসেন সুইটের সঞ্চালনায় মাহফিলের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ ইউসুফ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের দিক-নির্দেশনামূলক বয়ান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
তিনি প্রবাসীদেরকে অনেক কষ্টের কাজের মাঝেও দ্বীন এবং ইসলামের পথ থেকে বিচ্যুত না হয়ে সর্বাবস্থায় মহান আল্লাহর হুকুম আহকাম পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ এর ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন সালেহী, মালয়েশিয়ান দাতু শারুদ্দিন বিন উমর।
দোয়া মাহফিলে রাখেন আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহেল, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক সাজু। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নব গঠিত মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দকে শপথ পাঠ করান অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। পরে দেশ জাতি ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মাহফিলে মালয়েশিয়ায় বিভিন্ন এলাকায় বসবাসরত আল্লামা ফুলতলী সাহেব (র.) কিবলাহ ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।