রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
স্থানীয় সময় ১২ আগস্ট রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এ.এইচ.এম জিহাদুল করিম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ান রাজনীতিবিদ দাতো ফুয়াদ বিন তালিব ও মোহাম্মদ বিন আহাম্মদ। আগত অতিথিদের হাতে বঙ্গবন্ধুর আত্নজীবনী বইটি তুলে দেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম.রেজাউল করিম রেজা ও যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ।
সভার সভাপতি রেজাউল করিম রেজা বলেন, “শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধুর ও স্বাধীনতার চেতনা রয়েছে। এই চেতনায় দেশ এগিয়ে চলেছে।”
এসময় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আলমগীর হুসাইন, নূর মোহাম্মদ ভুঁইয়া, ইঞ্জিঃ রাহাদ উজ্জামান, মো. মাসুদ, সোহেল বিন রানা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম,শওকত হোসেন তিনু, শাখাওয়াত হোসেন, হুমায়ুন কবির আমির, প্রদীপ কুমার বিশ্বাস, আবদুল বাতেন, ইস্রাফিল, হারুন অর রশীদ মিয়াজী, মো. ফারুক, হারুনুর রশীদ মিয়াজী, শ্রমিক লীগের জাকির হোসেন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, শহীদুল ইসলাম, বাবলা মজুমদার, মালয়েশিয়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ-সভাপতি তারেকুল আলম চৌধুরী, সাবেক যুগ্ম-আহবায়ক রাসেল শিকদার, যুগ্ম সম্পাদক রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা, কাজী তৌহিদ নিজাম প্রমূখ।