রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে একাশি বাংলাদেশি আটক হয়েছে । ৩১ জুলাই মঙ্গলবার সেলাঙ্গর প্রদেশের পুচং, প্লাবুহান ক্লাং ও ক্লাং কাপ্পার নামক জায়গায় পৃথক তিনটি অভিযানে বিভিন্ন দেশের মোট ১২৯ জন বিদেশি শ্রমিক আটক করে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি চারজন মহিলা সহ মোট একাশি জন বাংলাদেশি রয়েছে বলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেইজের মাধ্যমে নাগরিক জানা যায় ।
আটককৃতদের কাগজপত্র পরীক্ষা করে তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে অভিবাসন বিভাগ। এছাড়া একই দিনে পৃথক অভিযানে জহুর প্রদেশে পাঁচ জন ও পেনাং প্রদেশে এক জন, পেরাকে এক জন, ও নেগরি সিমবিলানে আট জন বাংলাদেশি আটক হয়েছে বলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেইজের বিবরণে জানা যায়।
মালয়েশিয়ায় অবৈধ বিদেশি বৈধকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হয়েছে ‘মেগা-৩’ নামক বিদেশি অবৈধ শ্রমিক আটক অভিযান। ২৭ জুলাই পর্যন্ত পৃথক ১৫৬৮ অভিযানে মোট ৪৪৭৬ জন বিদেশি অবৈধ শ্রমিক আটক করা হয়েছে। আটককৃতদের মাঝে বৈধ কাগজপত্রহীন শ্রমিকের পাশাপাশি ভিন্ন কোম্পানিতে কর্মরত বৈধ কর্মীও রয়েছে। অর্থাৎ, যাদের পারমিট এক কোম্পানির নামে আর কাজ করেন অন্য কোম্পানিতে। আটক হওয়া মোট শ্রমিকদের মধ্যে ইন্দোনেশীয় ও বাংলাদেশির সংখ্যা বেশি।