কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয় ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর পান্ডুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতারা। ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ পান্ডুলিপি তুলে দেওয়া হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, এ কামাল চৌধুরী ও মিনহাজ উদ্দীন মিরান।
এম রেজাউল করিম রেজা জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনাকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে মালয় ভাষায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা মালয় ভাষায় পান্ডুলিপির কাজ শেষ করা হয়েছে। আজ আমরা সেই পান্ডুলিপি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। প্রধানমন্ত্রী এটি যাচাই বাছাই শেষে আশা করছি আগামী ৩/৪ মাসের মধ্যে বই আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।