প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিম এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রচারণা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় ১৩ নভেম্বর ২০২৩, সোমবার দেশটির সেলাঙ্গর রাজ্যের রাওয়াংয়ের গামুডা গার্ডেনে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং অগ্রণী রেমিট্যান্স হাউস মালয়েশিয়ার সহযোগিতায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাস পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনায় বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না।
সভায় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।