প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ার কেলানতানের গুয়া মুসাং শহরে কেলানতান ইমিগ্রেশন বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ অভিযানে ৩৪ জন বাংলাদেশিসহ ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ১০টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত গুয়া মুসাংয়ের জেপিজে স্টেশনে ওই অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ সামশুদ্দিন জানান, সাড়ে পাচ ঘন্টাব্যপী এই অভিযানে ৩৪ জন বাংলাদেশি, ১৮ জন মিয়ানমারের নাগরিক, ৭ জন ইন্দোনেশিয়ান, ৭ জন ভারতীয়, ২ জন ফিলিপিনো এবং ১ জন কম্বোডিয়ান নাগরিককে আটক করা হয়। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে সামশুদ্দিন জানান, ‘অভিযানে আটককৃতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। অবৈধভাবে অবস্থান, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকা, মেয়াদোত্তীর্ন অবস্থান, বিনা অনুমতিতে মালয়েশিয়া প্রবেশসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।’এ ছাড়া অভিযানে একটি প্রোটন এক্সোরা গাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে ৪ জন পাকিস্তানি নাগরিককে আটক করা হয় বলে জানান তিনি।
সামশুদ্দিন আরো জানান, ‘চলমান অভিযানের কারনে অবৈধ অভিবাসীদের চলাচল কমে গিয়েছে এবং বৈধ অভিবাসী ও স্থানীয়রা স্বস্তি পাচ্ছেন। অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৩৫ জন এবং সড়ক ও জনপদ বিভাগের ১২ জন কর্মকর্তা অংশ নেন।’