শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) সভাপতি মো. আব্দুল বাশির।
সোমবার রাজধানী কুয়ালালামপুরের অদূরে সেরডাং এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। এতে আব্দুল বাশিরের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাশিরকে উদ্ধার করে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুল বাশির জানান, দুর্ঘটনায় আমার হাত, পা, মাথা ও মুখমন্ডলে আঘাত পান। অনেক বড় একটি দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তায়ালা আমাকে রক্ষা করেছেন। এ সময় তিনি তার সুস্থতার জন্য প্রবাসীদের এবং দেশবাসীর কাছে দোয়া চান।