রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: নোয়াখালীজেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের সন্তান মুহাম্মদ বেলাল হোসাইন এর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ পিচ হতে সম্মানসূচক (পিএইচডি) ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে সমাজসেবা, মানবকল্যান ও মানবাধিকার এর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানসূচক (পিএইচডি) ডক্টরেট ডিগ্রী অর্জন করেন বলে জানান তিনি। ১৭ ফেব্রুয়ারি রবিবার মালয়েশিয়া শাহ আলমের হোটেল কনকর্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে বেলাল হোসাইনকে এই ডিগ্রী প্রদান করা হয়। এর আগে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নর্থ ইস্ট আলাবামা ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি মোহাম্মদ আব্দুল মোতালেবের সর্ব কনিষ্ঠ সন্তান।
বর্তমানে তিনি মালয়েশিয়া কর্পোরেট লিগ্যাল কনসালটেন্ট কর্মরত আছেন। তিনি জাপান ভিত্তিক ইন্টারপ্যাসিফিক বার এসোসিয়েশানের সদস্য। তিনি তার এই সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।