প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ার যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দেশটির সেলানগর রাজ্যের এলমিনা শহরে এ ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সি এবং ফ্রি মালয়েশিয়া টুডের তথ্যমতে, ছোট এই বিমানটি ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সেটি সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনো জরুরি কল করেননি।
সেলানগর রাজ্যের পুলিশ প্রধান জানান, বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এছাড়া বিমানের ভেতর থেকে ছয়জন যাত্রী এবং দুজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।