রফিক আহমদ খান, কুয়ালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন- মালয়েশিয়া (বিএসওএম)’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম হক চৌধুরীকে সভাপতি ও ইউপসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহম্মদ জায়েদ উল্লাহকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
রোববার সকালে কুয়ালালামপুরের বিএসপি ২১, ক্লাব হাউজে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-মালয়েশিয়া’র বিদায়ী সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম সভাপতিত্বে ও মোরশেদুল আলমের সঞ্চালনায় সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষকগণ।
সভায় বিএসইউএম-এর গঠনতন্ত্র অনুযায়ী মালয়েশিয়ার ৫৬ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা সায়েদ মিনহাজুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি ইব্রাহীম হক চৌধুরী বলেন, “বিভিন্ন উৎসবে যেন মালয়েশিয়ার সকল শিক্ষার্থী এক হতে পারে, বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মালয়েশিয়াতে সমস্যা জর্জরিত শিক্ষার্থীদের কল্যাণে এ সংগঠন বরাবরের মতো কাজ করে যাবে এবং বিশ্বের দরবারে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যাবে।”