রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বঙ্গবন্ধুর আদর্শকে প্রবাসী বাংলাদেশীদের কাছে ছড়িয়ে দিতে মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে নিজেদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান ২০০৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত মালয়েশিয়ার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল শেরাটনে আয়োজিত পুনর্মিলনী সভায় বক্তারা এসব কথা বলেন।
মনিরুজ্জামান মনির ও শাহীন সর্দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, মকবুল হোসেন মুকুল, এ কামাল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবীব, শওকত হোসেন পান্না, কাইয়ুম সরকার, মামুন-উর-রশিদ, মানছুর আল বাশার সোহেল, জালাল উদ্দিন সেলিম, নাজমুল ইসলাম বাবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাতো আবুল কালাম, দাতো আকতার হোসেন, বাবলা মজুমদার, মোশারফ, মনির দেওয়ান, মুরাদ খান, রুহুল আমিন, আকতার গাজী, এস কে সেন্টু, শাহ আলম হাওলাদার, সাইফুল ইসলাম সিরাজ, সোহেল বিন রানা, জাফর খান, জসিম উদ্দিন, সঞ্জয় খান্না, রাজীব আহমেদ, আনোয়ারসহ মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী।
এছাড়াও সংগঠনে যোগ দিয়েছে নতুন কিছু তরুণ মুখ – তারা হলেন, যুবলীগ থেকে আসা ব্রাউন সোহেল, শেখ জহির ও রায়হান কবির।
বক্তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পরীক্ষিত ও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নেতাকর্মীদের নিয়েই দলের কার্যক্রম এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ও ব্যক্ত করেন।