মনির হোসেন, মালদ্বীপ প্রতিনিধি: প্রতি বৎসরের ন্যায় এবার মালদ্বীপের রাজধানী মালে ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার, মাফানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে Pongal Futsal Tournament. এবারের আসরের চ্যাম্পিয়ান হয়েছে মালদ্বীপস্থ সিলেটি ফুটবল ক্লাব এফ সি গ্রীন সিলেট।

ফাইনাল ম্যাচে এফ সি গ্রীন সিলেট প্রতিদ্বন্দ্বিতা করে প্রবাসী বাংলাদেশী ফুটবল ক্লাব এর সাথে। ২-০ গোলের ব্যবধানে শিরোপাজয়ী হয় মালদ্বীপে সিলেটের প্রতিনিধিত্বকারী দল এফ সি গ্রীন সিলেট।
উল্লেখ্য প্রতিবছর মালদ্বীপে কর্মরত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা প্রবাসীদের নিয়ে গঠিত দলসমূহ এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। এবারের আসরে শিরোপা লড়াইয়ে ১৬ টি দল অংশগ্রহণ করে।