মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সরকারী সফরে মালদ্বীপে আসেন। প্রতিনিধি দলটি দেশী/বিদেশী উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত। তাঁদের নেতৃত্বে দিচ্ছেন কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ।
১০ সেপ্টেম্বর ২০১৮ শ্রীলংকান এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সন্ধ্যা ৭.৫০ ঘটিকায় মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। এ সময় মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব এবং দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অতিথিবৃন্দদের অভ্যর্থনা জানান। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) সার্বিকভাবে উক্ত প্রতিনিধি দলটির কার্যক্রমে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে সহায়তা করছে। ১০ সেপ্টেম্বর বিমান বন্দরে সংবর্ধনার পর এমএনডিএফ এর একটি বাসে করে এনডিসি সদস্যদের রাজধানী মালের একটি স্থানীয় হোটেলে নিয়ে আসা হয়।
৩ দিনের এই সরকারি সফরে এনডিসি সদস্যগণ মালদ্বীপস্থ সামরিক/বেসামরিক সংস্থ্যা কর্তৃক আয়োজিত নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব বলেন, বাংলাদেশের এনডিসি প্রতিনিধিদলের সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটা বড় মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।