মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীভিয়ান রেড ক্রিসেন্ট কর্তৃক আয়োজিত ১০ আগস্ট ২০১৮ শুক্রবার হুলোমালে সেন্ট্রাল পার্ক-এ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেলিব্রেট ডাইভারসিটি (Celebrate Diversity) নামক মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলদেশিদেরকে দূতাবাসের সকল কন্স্যুলার সেবা ও শ্রমিক কল্যাণ সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এবং তৃতীয় সচিব ও দূতালয় প্রধানসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী মেলায় উপস্থিত ছিলেন। মেলাতে বাংলাদেশি হস্তশিল্প, প্রদর্শনীয় সামগ্রী ও সংস্কৃতি মেলায় আগত সকলের নিকট তুলে ধরা হয়।
মেলায় আগত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল্লা নাযিম ইব্রাহিম বাংলাদেশ দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন। উক্ত মেলায় বিপুল সংখ্যক প্রবাসী স্বাস্থ্য বিষয়ক তথ্য, স্বাস্থ্য সেবা (ফ্রি ডাক্তার দেখানো, ফ্রি ডায়াবেটিক্স/রক্তচাপ/টিবি/এইচ.আই.ভি পরীক্ষা) ছাড়াও রোগ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করেন। মেলাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
